Barishal 6:33 pm, Monday, 19 May 2025

বরিশালে মাস্ক পরে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গভীর রাতে বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বেলস পার্ক সংলগ্ন রাজা বাহাদুর সড়ক হয়ে মিছিলটি জিলা স্কুল মোড়ে শেষ হয়।

ফেসবুকে ভিডিও পোস্ট করে অনেকেই দাবি করেছেন রোববার (২০ এপ্রিল) গভীর রাতে মিছিলটি হয়েছে।ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাদিক আব্দুল্লাহ সম্বলিত ব্যানার নিয়ে ১৪ থেকে ১৫ জনের একটি দল মিছিল করছে। এদের মধ্যে একজনের মাথায় জাতীয় পতাকা বাধা। এছাড়া মাস্ক দিয়ে সবার মুখ বাধা।

শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বরিশালের মাটি, সাদিক ভাইয়ের ঘাটি’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিলে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি। ফেসবুকেও এমন কোনো ভিডিও দেখিনি।

Tag :
About Author Information

Popular Post

বরিশালে মাস্ক পরে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

Update Time : 05:02:37 pm, Sunday, 4 May 2025

গভীর রাতে বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বেলস পার্ক সংলগ্ন রাজা বাহাদুর সড়ক হয়ে মিছিলটি জিলা স্কুল মোড়ে শেষ হয়।

ফেসবুকে ভিডিও পোস্ট করে অনেকেই দাবি করেছেন রোববার (২০ এপ্রিল) গভীর রাতে মিছিলটি হয়েছে।ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাদিক আব্দুল্লাহ সম্বলিত ব্যানার নিয়ে ১৪ থেকে ১৫ জনের একটি দল মিছিল করছে। এদের মধ্যে একজনের মাথায় জাতীয় পতাকা বাধা। এছাড়া মাস্ক দিয়ে সবার মুখ বাধা।

শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বরিশালের মাটি, সাদিক ভাইয়ের ঘাটি’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিলে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি। ফেসবুকেও এমন কোনো ভিডিও দেখিনি।