Barishal 7:30 pm, Monday, 19 May 2025

জম্মু ও কাশ্মীরে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত: ভারতীয় সরকারি সূত্র

  • Reporter Name
  • Update Time : 12:35:10 pm, Wednesday, 7 May 2025
  • 36 Time View

আজ বুধবার ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে  খবর নিশ্চিত করেছে। ভারত সীমান্তের ওপারে নয়টি পাকিস্তানি ‘সন্ত্রাসী অবকাঠামো’ স্থানে আঘাত হানার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, যদিও ভারত এই দাবি নিশ্চিত করেনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।

রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে। যার মধ্যে পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে। এরপর ভোর ৫টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত।

অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে তারা ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, ভিম্বর গলির কাছে মেন্ধার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ঘটনায় তিন ভারতীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র : বিবিসি, রয়টার্স

Tag :
About Author Information

Popular Post

জম্মু ও কাশ্মীরে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত: ভারতীয় সরকারি সূত্র

Update Time : 12:35:10 pm, Wednesday, 7 May 2025

আজ বুধবার ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে  খবর নিশ্চিত করেছে। ভারত সীমান্তের ওপারে নয়টি পাকিস্তানি ‘সন্ত্রাসী অবকাঠামো’ স্থানে আঘাত হানার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, যদিও ভারত এই দাবি নিশ্চিত করেনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।

রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে। যার মধ্যে পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে। এরপর ভোর ৫টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত।

অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে তারা ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, ভিম্বর গলির কাছে মেন্ধার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ঘটনায় তিন ভারতীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র : বিবিসি, রয়টার্স