
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নিজেকে বিজয়ী ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের দায়ের করা মামলার আদেশের দিন পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মামলার অধিকতর শুনানি শেষে আদেশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
এদিকে এ উপলক্ষে বেলা ১১টা থেকেই নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় চরমোনাই পীরের অনুসারী ও ইসলামী আন্দোলনের শত শত কর্মী-সমর্থকরা অবস্থান নেয় এবং মিছিলসহ দাবি আদায়ে স্লোগান দিতে থাকে।
মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, বৃহস্পতিবার আদেশ না দিয়ে আগামী ৫ মে নতুন দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করি আদালত সত্যের পক্ষে রায় দেবেন।
গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মামলায় নৌকা মার্কার বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
অপরদিকে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নির্বাচন বাতিল চেয়ে নিজেকে সিটির মেয়র ঘোষণার দাবিতে বুধবার একটি মামলা করেছেন।