Barishal 5:45 pm, Wednesday, 30 July 2025

ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : 05:49:18 pm, Thursday, 10 July 2025
  • 43 Time View

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

সীমান্ত হত্যাকে হালকাভাবে না দেখে অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও সেই মানসিকতা দেশে বিরাজমান। তরুণ নেতৃত্বের কতিপয় নেতা বলছেন, অমুকটা না হলে ওইটাও হবে না। এই মানসিকতা ও স্বৈরাচারের মানসিকতা এক। ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিককে রক্তচক্ষু দেখাচ্ছেন। এই ভাষা তো স্বৈরাচারের কথা।’

জুলাই অভ্যুত্থানে সামগ্রিক বিজয়কে ধরে রাখতে আরও ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণ চুপচাপ বসে দেখছে কে কি করছে, তাদের বোকা বানানো যাবে না। অমুক না দিলে অমুক হবে না এ ধরনের বক্তব্য দেবেন না। এসব বক্তব্য যারা দিতেন তারা আজ নাই। জোয়ার-ভাটার দেশের মানুষ এসব কোনদিন মেনে নেয়নি, নিবেও না।’

Tag :
About Author Information

ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

Update Time : 05:49:18 pm, Thursday, 10 July 2025

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

সীমান্ত হত্যাকে হালকাভাবে না দেখে অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও সেই মানসিকতা দেশে বিরাজমান। তরুণ নেতৃত্বের কতিপয় নেতা বলছেন, অমুকটা না হলে ওইটাও হবে না। এই মানসিকতা ও স্বৈরাচারের মানসিকতা এক। ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিককে রক্তচক্ষু দেখাচ্ছেন। এই ভাষা তো স্বৈরাচারের কথা।’

জুলাই অভ্যুত্থানে সামগ্রিক বিজয়কে ধরে রাখতে আরও ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণ চুপচাপ বসে দেখছে কে কি করছে, তাদের বোকা বানানো যাবে না। অমুক না দিলে অমুক হবে না এ ধরনের বক্তব্য দেবেন না। এসব বক্তব্য যারা দিতেন তারা আজ নাই। জোয়ার-ভাটার দেশের মানুষ এসব কোনদিন মেনে নেয়নি, নিবেও না।’